Pages

01 September, 2011

যুবলীগ কর্মীকে গুলি, ফেনী-সোনাগাজী সড়ক অবরোধ

 

যুবলীগ কর্মীকে গুলি, ফেনী-সোনাগাজী সড়ক অবরোধ

ফেনীর সোনাগাজী উপজেলা বক্তারমুন্সী ডাকবাংলো এলাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শেখ ফরিদ ওরফে দরদী (২৮) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে গুলি করে আহত করেছে সন্ত্রাসীরা ঘটনার প্রতিবাদে স্থানীয় ছাত্রলীগ যুবলীগের কর্মীরা ফেনী-সোনাগাজী সড়কে অবরোধ রেখেছে ঘটনার পর বিক্ষুব্ধ কর্মীরা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজস্ব একটি কার্যালয়ে অগ্নিসংযোগ করে তারা তিন-চারটি দোকান ভাঙচুর করে এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়
প্রত্যক্ষদর্শী পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সোনাগাজী উপজেলা যুবলীগ সদস্য শেখ ফরিদকে কয়েকজন সন্ত্রাসী ডাকবাংলো এলাকা থেকে বক্তারমুন্সী এলাকায় টেনে হিঁচড়ে নিয়ে যায় সেখানে তাকে কুপিয়ে গুলি করে আহত করা হয় পরে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়স্থানীয় ছাত্রলীগ যুবলীগ হামলার জন্য বিএনপি যুবদলের নেতাদের দায়ী করেছে ঘটনায় এখনও বিক্ষোভ অবরোধ অব্যাহত আছে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খুরশীদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঘটনাস্থলে পুলিশ র্যাব মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান

No comments: