যুবলীগ কর্মীকে গুলি, ফেনী-সোনাগাজী সড়ক অবরোধ
ফেনীর সোনাগাজী উপজেলা বক্তারমুন্সী ডাকবাংলো এলাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শেখ ফরিদ ওরফে দরদী (২৮) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে আহত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ফেনী-সোনাগাজী সড়কে অবরোধ রেখেছে। ঘটনার পর বিক্ষুব্ধ কর্মীরা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজস্ব একটি কার্যালয়ে অগ্নিসংযোগ করে। তারা তিন-চারটি দোকান ভাঙচুর করে এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সোনাগাজী উপজেলা যুবলীগ সদস্য শেখ ফরিদকে কয়েকজন সন্ত্রাসী ডাকবাংলো এলাকা থেকে বক্তারমুন্সী এলাকায় টেনে হিঁচড়ে নিয়ে যায়। সেখানে তাকে কুপিয়ে ও গুলি করে আহত করা হয়। পরে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ এ হামলার জন্য বিএনপি ও যুবদলের নেতাদের দায়ী করেছে। এ ঘটনায় এখনও বিক্ষোভ ও অবরোধ অব্যাহত আছে। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খুরশীদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।