Pages

27 August, 2011

সবাইকে শুভেচ্ছা। শুরু হলো একটি অপরাধ পর্যালোচনার ব্লগ। এখানে বিভিন্ন অপরাধ নিয়ে অ্যানালাইসিস মূলক লেখা ছাপা হবে। পত্রিকার বিভিন্ন অপরাধের রির্পট এবং তার অগ্রগতি, ইনভেস্টিগেটিব ক্লু তুলে ধরা হবে। ক্রিমিনোলজি ও পুলিশ সাইন্স বিভাগের ছাত্র দের বিশেষ ভাবে অনুরোধ করা হল ব্লগে অংশ নিতে।

No comments: